বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঘুম থেকে উঠে দেখি সারা দেশে ভাইরাল: সমু চৌধুরী

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:১৬ পিএম

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সমুর একটি ছবি ভাইরাল হয়। দেখা যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন। সেই ছবি কোনো একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছেড়ে দেয়। এরপর অভিনেতাকে থানা পর্যন্ত যেতে হয়।

সমু চৌধুরী বলেন, ‘আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।’

এ সময় এত অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, খোঁজ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত