৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গত ১০ মাসে দেশের শেয়ারবাজারে ২১ হাজারের বেশি নতুন বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব খোলা হয়েছে। তবে একই সময়ে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমছে ৬৯৮টি। বাজারসংশ্লিষ্ট ও বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূস সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। দীর্ঘমেয়াদি মন্দায় থাকা শেয়ারবাজার বিষয়ে সরকারে সংস্কার উদ্যোগের প্রভাবে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে।
যদিও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভ্যন্তরীণ সমস্যা ও বিও হিসাব বন্ধ করার প্রভাবে চাঙ্গাভাব ধরে রাখতে পারেনি শেয়ারবাজার। তবে প্রস্তাবিত বাজেট বিনিয়োগবান্ধব হওয়ায় পর্যায়ক্রমে শেয়ারবাজার চাঙ্গা হবে বলে বিশ্লেষকরা আশা করা হচ্ছে।
বিনিয়োগকারীদের বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্যমতে, বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৯ হাজার ৬৮৩টি, যা শেখ হাসিনা সরকারের পতনের সময় ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৫৮টি। এ হিসাবে হাসিনা সরকার পতনের পর শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে ২১ হাজার ৬২৫টি।
সিডিবিএলের তথ্যমতে, বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৪৬ হাজার ৩৮৬টি। যার ধারাবাহিকভাবে কমে ২০ মে ৪৬ হাজার ৩৩৬টিতে নেমে আসে। এর আগে ২০২৪ সাল শেষে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৬৯১টি। আর হাসিনা সরকার পতনের সময় ছিল ৪৭ হাজার ৮৪টি। এ হিসাবে হাসিনা সরকার পতনের দিনের তুলনায় বর্তমানে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কম আছে ৬৯৮টি। অবশ্য বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা শুরু হয় ২০২৩ নভেম্বর থেকে। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। এ হিসাবে ২০২৩ সালের ২৯ অক্টোবরের পর বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমেছে ৯ হাজার ১২৬টি।
অন্যদিকে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে দেখা যাচ্ছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৬ লাখ ২৫ হাজার ৫১১টি, যা ২০২৪ সাল শেষে ছিল ১৬ লাখ ১৮ হাজার ২৬২টি। অর্থাৎ চলতি বছরে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৭ হাজার ২৪৯টি।
বর্তমানে শেয়ারবাজারে যে বিনিয়োগকারীরা আছেন, তার মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১২ লাখ ৬৭ হাজার ৮৫৭টি। হাসিনা সরকার পতনের সময় এ সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। অর্থাৎ হাসিনা সরকার পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ১৯ হাজার ৪২৩টি।
বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ৪০টি। হাসিনা সরকার পতনের সময় এ সংখ্যা ছিল ৪ লাখ ২ হাজার ৪৭২টি। এ হিসাবে হাসিনা সরকার পতনের পর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১ হাজার ৫৬৮টি।
শেখ হাসিনা সরকারের পতনের পর নারী ও পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৭৮৬টি। হাসিনা সরকার পতনের সময় এ সংখ্যা ছিল ১৭ হাজার ১৫২টি। সে হিসেবে গত ৯ মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৬৩৪টি।