পাকিস্তানের তিন সেরা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদির সময় ভালো যাচ্ছে না। ফর্ম হারিয়ে সর্বশেষ বাংলাদেশ সিরিজে তারা বাদ পড়েছিলেন। সামনেও তাদের এমন অভিজ্ঞতা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে।
আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী সপ্তাহে এ দুটি সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই সিরিজে বাবর-রিজওয়ান-আফ্রিদিকে নাও দেখা যেতে পারে। সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচকদের প্যানেল তরুণদের আরও বেশি সুযোগ দিতে এ দুটি সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিবেচনার বাইরে রেখেছেন।
এফটিপি অনুযায়ী, আগামী জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পিটিআই অবশ্য জানিয়েছে, এই সিরিজটি আগস্টে নিয়ে আরও দুটি ম্যাচ বাড়ানোর প্রস্তাব উঠেছে। এরপর ১, ৩ ও ৪ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগস্টে আফগানিস্তানের বিপক্ষেও তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।