বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান একটা সময় বছরের পর বছর বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার ছিলেন। তারই উত্তরসূরি হিসেবে ভাবা হতো মেহেদী হাসান মিরাজকে। সেই মিরাজ এখন ওয়ানডে দলের অধিনায়ক। ৩৮ বছর বয়সী সাকিবের জাতীয় দলে ফেরা অনিশ্চিত। তবে ঠিকই তার পরামর্শ নিয়েছেন মিরাজ। অনেক কথাই হয়েছে দুই অল-রাউন্ডারের।
নাজমুল হোসেনকে সরিয়ে এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিরাজকে।আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পাওয়ার পর আজ শুক্রবার মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন মিরাজ। কয়দিন আগে মিরাজ ও সাকিব পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলেছেন। মিরাজ জানালেন, পিএসএল খেলতে গিয়ে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথাই হয়েছে তার।
এ বিষয়ে সাকিবের নেতৃত্বে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মিরাজ বলেন, ‘আমরা একসঙ্গে পিএসএল খেলেছি। তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। উনি মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা এখন নতুন, উঠতি খেলোয়াড়, তারা যেন ভালো ক্রিকেট খেলে। বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে সবাই, তখন ফল পাওয়া শুরু হয়।’