বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইসরায়েলের হামলায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত

আপডেট : ১৩ জুন ২০২৫, ০১:৫৪ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে ইসরায়েল ইরানে 'অপারেশন রাইজিং লায়ন' নাম দিয়ে যে হামলা চালিয়েছে, তাতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বিবিসি যাদের নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে, তারা হলেন—

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদ, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওআই-এর সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, পরমাণু বিজ্ঞানী, যিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন।

এ ছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।

এর আগে ইরানের অন্তত আটটি লক্ষ্যবস্তুতে আজ শুক্রবার ভোরে পাঁচ দফায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান জানিয়েছে, এই হামলায় দেশটির ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন। নিহত হয়েছেন ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত দুই শীর্ষ বিজ্ঞানীও।

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সরাসরি প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান অন্তত ১০০টি ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফও এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েল বলছে, তারা শুধুমাত্র ইরানের পরমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইরানি গণমাধ্যম দাবি করছে, ইরানের রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণ হয়েছে এবং নিহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত