আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেন্সি সোহেল (৩৫) এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফজলুল হক ওরফে ফজুকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৩ জুন) ভোর ৬টায় কুমিল্লার দাউদকান্দি থানার টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিপিএসসি আদমজীনগর র্যাব-১১ স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোহেল একজন শীর্ষ মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, অস্ত্রধারণ এবং মারধরের অভিযোগে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে। শুধু সোহেল নন, তার পিতা মকবুল এবং মাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও একইসঙ্গে মাদকের কারবারের সঙ্গে জড়িত। তার নামে ডাকাতি, হত্যা, অপহরণ ও মাদকসহ ১৪/১৫টি মামলা রয়েছে। তার সহযোগী ফজুর বিরুদ্ধে ৪/৫টি মামলা রয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সোহেল একসময় আওয়ামী লীগ সমর্থিত হয়ে ইউপি সদস্য পদে নির্বাচন করেন এবং জয়লাভ করেন। নির্বাচনের পর তিনি ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে প্রকাশ্যে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারালে সোহেল নিজেকে বিএনপি ঘরানার কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এই সময় থেকেই তিনি আরো ভয়ংকর রূপ ধারণ করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, র্যব শুক্রবার দুপুর ২টায় থানায় হস্তান্তর করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।