বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

আদালত চত্ত্বর থেকে হাতকড়াসহ পালাল ২ আসামি, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৯:৩৬ পিএম

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ৩ ঘণ্টা পর তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন- জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের মাদক মামলার দুই আসামিকে সম্প্রতি গ্রেপ্তার করে শরীয়তপুর আদালতে পাঠায় পদ্মা দক্ষিণ থানা পুলিশ। পরে আজ রোববার দুপুরে শুনানির জন্য সুরুজ ও দুলালকে শরীয়তপুর আদালতে আনা হয়। শুনানি শেষে তাদের আদালত হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় তারা। একপর্যায়ে শরীয়তপুর শহর থেকে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীতে সুরুজ মাদবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত