বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠক করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় শুরু হয় বৈঠকটি। বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এই বৈঠক। বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ।
বৈঠকে বাংলাদেশ -ব্রাজিল সম্পর্ক, ভবিষ্যৎ বিনিয়োগ ও ব্যাবসা বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (১৬ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।