সংঘাতের পঞ্চম দিনে ইসরায়েলে একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইরান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘ইরান আবারও হামলা চালাচ্ছে।’
ইসরায়েলি সামরিক বাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, গত এক ঘণ্টায় ইরান ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ‘এদের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে,’ বলে দাবি করেছে তারা।
ইসরায়েলি কমান্ড নাগরিকদের এক ঘণ্টার মধ্যে আশ্রয়কেন্দ্র ছেড়ে নিরাপদে যাওয়ার আহ্বান জানিয়েছে।