সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয় চবি ২৬তম ব্যাচ অ্যালামনাই এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা এবং ঈদপুনর্মিলনী। উক্ত সভায় ভোটের মাধ্যমে ২০২৫-২৬ বছরের জন্য সভাপতি হিসেবে টি.কে. গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. মোফাচ্ছেল হক, সেক্রেটারি হিসেবে প্রফেসর মো. রোকনুজ্জামান আজাদ এবং জনতা ব্যাংকের ডিজিএম মো./ ফজলুল হক অরুন কোষাধ্যক্ষ নির্বাচিত হন ।
নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন সমন্বয়ক জয়নাল আবেদীন মামুন। পরবর্তীতে ২০২৫-২৬ সালের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন নতুন সভাপতি। পুর্নাঙ্গ কমিটিতে ৫ সদস্যের পাচটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়। ঢাকা আঞ্চলিক কমিটির সমন্বয়েকের দ্বায়িত্ব দেয়া হয় স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ কে, চট্টগ্রাম অঞ্চলের দ্বায়িত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ফরেস্ট্রি ইন্সটিটিউটের ডিরেক্টর প্রফেসর ড. আকতার হোসেন, সিলেট অঞ্চলের দ্বায়িত্বে সফিউর রহমান মিলন, কুমিল্লা অঞ্চলের দ্বায়িত্বে মিয়া মো. তৌফিক ও নোয়াখালী – ফেনী অঞ্চলের দ্বায়িত্বে মো. আবু বকর সিদ্দিক ফারুক। পরিশেষে ডিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভা কার্যক্রম শেষ হয়।