ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরে ও ইতালিয়ান জায়ান্ট ইন্তার মিলান ১-১ গোলে ড্র করেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস দর্শনীয় এক হেডে গোল করে মন্টেরেকে এগিয়ে নেন, যদিও প্রথমার্ধের শেষ দিকে লাউতারো মার্তিনেজ সমতায় ফেরান ইন্টারকে।
৩৯ বছর বয়সী বিশ্বকাপজয়ী রামোস, যিনি চার মাস আগে মন্টেরেতে যোগ দিয়েছেন, ৩৪তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক হেডে গোল করে প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ-এর মতোই তার সুনাম বজায় রাখেন।
তবে ইন্তার মিলান খুব বেশি সময় পিছিয়ে থাকেনি। ৪২তম মিনিটে কার্লোস অগুস্তোর পাস থেকে দারুণ এক বল মুভমেন্টের মাধ্যমে গোল করে সমতা ফেরান লওতারো মার্তিনেজ।
ইন্টার বলের নিয়ন্ত্রণে ৬২ শতাংশ সময় কাটালেও দ্বিতীয় গোল পায়নি। লাউতারো ৬৮ মিনিটে আরেকটি গোল করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচের শেষ দিকে দু'দলই কিছু সুযোগ পেলেও গোলের দেখা পায়নি কেউই।