বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঘরের টিন কেটে ৭০টি ফোন চুরি

আপডেট : ১৮ জুন ২০২৫, ০২:৫৬ পিএম

বাউফল পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোবাইল ফোন ব্যবসায়ী গৌতম সাহার বসত ঘরের টিন কেটে প্রায় ৭০টি ফোন চু‌রির ঘটনা ঘ‌টেছে। 

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রা‌তে পৌর শহ‌রের ৫ নং ওয়া‌র্ডের সাহাপাড়ায় তার নিজস্ব বাসভব‌নে ওই চু‌রির ঘটনা ঘ‌টে। বাউফল সদর রো‌ডে গোপাল টেলিকম নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান র‌য়ে‌ছে। 

ভুক্ত‌ভোগী ‌গৌতম সাহা জানান, বাজারের দোকানে রাতে কেউ থাকে না। চুরি হতে পারে এই আশঙ্কা থেকে মোবাইলগুলো দোকান থেকে প্রতি‌দিন বাড়িতে নিয়ে রাখতেন তি‌নি। গতকাল মধ‌্য রা‌তের কোন এক সময় সিধ কে‌টে ঘ‌রে ঢু‌কে চোর চক্র ৭০‌টি এ‌্যা‌ন্ড্রয়েড ও বাটন ফোন নি‌য়ে যায়। সকা‌লে ঘুম থে‌কে উঠে টের পান তারা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত