যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। আলোচনার মূল বিষয় ছিল ইরান—যার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল।
নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। এই আলোচনাগুলো মূলত ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে।
এর আগে, গতকাল এক বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প এদিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক করেছেন।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংবাদমাধ্যমটি বলছে, এই মুহূর্তে হামলার বিষয়টি ‘চিন্তার বিকল্প’ হিসেবে বিবেচনায় রয়েছে এবং ট্রাম্প এখনো অপেক্ষায় আছেন—এই আশায় যে ইরান চাপের মুখে পারমাণবিক কর্মসূচি বন্ধে শান্তিপূর্ণ কোনো প্রতিশ্রুতি দেবে।
বিবেচনায় নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরবর্তী পদক্ষেপ। তবে ফোনালাপ এবং নিরাপত্তা বৈঠকের মাধ্যমে স্পষ্ট, ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেলআবিবের যোগাযোগ অব্যাহত রয়েছে।