আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দেয়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। খবর: দ্য জেরুসালেম পোস্ট।
ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এই পরিস্থিতিতে আমেরিকা যেন ইসরায়েলকে সাহায্য করে, সেটার জন্য ইসরায়েল চাপ দিচ্ছে। কিন্তু আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামে, তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে বলে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছেন।
এখন পর্যন্ত আমেরিকা সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা তাদের ৪০ হাজারেরও বেশি সৈন্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। কারণ, ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো আমেরিকার ঘাঁটিতে হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ‘আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তাহলে ইয়েমেনের হুথিরা আবার লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করতে পারে। এছাড়া ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোও আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করতে পারে।’
ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে চাইলে আমেরিকার সাহায্য লাগবে বলেও মার্কিন সূত্রগুলো জানিয়েছে। বিশেষ করে, আমেরিকার শক্তিশালী বি-২ বোমারু বিমান ব্যবহার না করলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা কঠিন হবে।
এমন পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার ভয় দেখা দিয়েছে।