ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা জাতির অন্যান্য নেতাদের তুলনায় অনেক বেশি। গত ১৬ বছরেও এই ভালোবাসা বজায় থাকলেও, আওয়ামী লীগের শাসনামলে জিয়াউর রহমানের ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে।’
আজ বুধবার সকালে বনানী কড়াইল বস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের পর দেশ রূপান্তরকে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষ শুধু অপেক্ষা করছিল এই দিনের জন্য। বাংলার জনসাধারণের প্রবল স্রোতই প্রমাণ করে তিনি কীরকম নেতা ছিলেন। জীবদ্দশায় তিনি নিজের প্রাণ উৎসর্গ করে জাতি ও দেশের জন্য এক অতুলনীয় অবদান রেখেছেন। তবে স্বৈরাচার আমলে আওয়ামী সরকার তার সঠিক ইতিহাস জাতির কাছে পৌঁছাতে দেয়নি, বরং তার নাম মুছে ফেলার চেষ্টা করেছে।’
মোস্তফা জামান আরও বলেন, ‘আজ সেই ইতিহাসের পাতা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি জীবন্ত হয়ে উঠেছে। যারা তাকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের গর্ভে বিলীন হয়ে গেছে। সত্য কখনোই চাপা থাকে না, একদিন তা সবার সামনে এসে প্রকাশ পায়। শহীদ জিয়াউর রহমান শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের প্রতীক।’
তিনি জানান, ‘আমরা সবাই শহীদ জিয়াউর রহমানের সৈনিক। তাঁর আদর্শকে সামনে রেখে আমরা নিজেদের গড়ে তুলবো। দলীয় মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়া আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। যারা ঐক্য নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’