বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শাহাজাদপুরে অপহরণের ১২ ঘণ্টা পর অপহৃত যুবক উদ্ধার, আটক ৩

আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:৪৬ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের মো শের আলির পুত্র পারভেজকে অপহরণ করে নিয়ে যায় দুবৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।

জানা গেছে, গত ১৬ জুন সোমবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামের শের আলির পুত্র পারভেজকে (২৮) অপহরণ করে নিয়ে যায় দুবৃত্তরা। এদিন সন্ধ্যায় ছেলের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাতে থানার অফিসার ইনচার্জ আছলাম আলী তথ্য প্রযুক্তির মাধ্যমে পৌর এলাকার কাঠবাগান এলাকায় অভিযান চালায় এবং রাত ১টা নাগাদ অপহৃত পারভেজকে উদ্ধার করে।

এ সময় অপহরণকারী জামাল (৩২), মামুন (২৫) ও শিশিরকে পুলিশ গ্রেফতার করে। (১৮ জুন)  বুধবার ওসি আছলাম আলী জানান, গ্রেফতারকৃতরা মুক্তিপণ দাবি করে, আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এদেরকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বাড়ি পৌর এলাকার দ্বারিয়াপুর ও নুকালি গ্রামে।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই এরশাদুর রহমান জানান, এ ঘটনায় অপহৃত ছেলের পিতা শের আলী ১০ জন নামীয় এবং ৮ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত