যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্বব্যাপী র্যাংকিংয়ে ঢাবির অবস্থান ৫৮৪।
এছাড়াও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫তম।
দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। বৃহস্পতিবার (১৯ জুন) নতুন এই তালিকা প্রকাশ হয়।
তালিকায় দেশের সেরা ১৫-এর মধ্যে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো- তৃতীয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (৯৫১-১০০০তম), চতুর্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১০০১-১২০০), পঞ্চম ব্র্যাক ইউনিভার্সিটি (১২০১-১৪০০), ষষ্ঠ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (১২০১-১৪০০), নবম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১৪০০+), ১১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (১৪০০+) এবং ১২তম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (১৪০০+)।