আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে উত্তরাঞ্চলে অবস্থিত গবেষণামূলক পারমাণবিক চুল্লি আরাকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।
ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইনে পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই আক্রমণ চালানো হয়েছে। তবে এই হামলায় কোনো প্রাণহানি ঘটেনি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, ফলে পারমাণবিক স্থাপনার আশপাশে বসবাসরত মানুষের জন্য কোনো ধরনের ঝুঁকি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।
এইওআই আরও জানায়, গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনীর সামরিক হুমকি ও আগ্রাসন সম্পর্কে তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে একাধিকবার জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
সবশেষ হামলার বিষয়েও আনুষ্ঠানিকভাবে আইএইএ-কে অবহিত করেছে ইরান।