বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে দিল্লিতে সম্পন্ন হওয়া সঞ্জয় কাপুরের শেষকৃত্যে দুই সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছিলেন কারিশমা কাপুর। সঞ্জয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে অন্তরালেই ছিলেন তার প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুর।
গত ১২ জুন যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৩ বছর। ভারতে তার মরদেহ নিয়ে আসার পর গতকাল অনুষ্ঠিত হয় শেষকৃত্য। অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন কারিশমা। সঙ্গে ছিলেন বোন কারিনা কাপুর খান ও তার স্বামী সাইফ আলী খান।
বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দী হন কারিশমা এবং তার দুই সন্তান। এ ঘটনার প্রথম দিন থেকে বোনের পাশে রয়েছেন কারিনা ও সাইফ আলী খান। বাবার মরদেহ দেখে কারিশমা-সঞ্জয়ের ১৩ বছরের ছেলে কিয়ান কান্নায় ভেঙে পড়ে। এসময় তাদেরকে স্বান্তনা দিতে দেখা যায় কারিনা-সাইফ জুটিকে। মেয়ে সামাইরা সবার সামনে শক্ত থাকলেও ছেলে কিয়ান বার বারই কান্নায় ভেঙে পড়ছিলো।
বলিউডের গণমাধ্যমগুলো জানিয়েছে দুই ছেলে–মেয়েকে নিয়ে আগামী কয়েক দিন দিল্লিতেই থাকবেন কারিশমা। নব্বইয়ের দশকের সুপারহিট অভিনেত্রী কারিশমার সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদ হয় সঞ্জয়ের। যদিও দুই ছেলে–মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল তার। কারিশমার দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রাখেন সঞ্জয়। বিবাহ বিচ্ছেদের পর পর সঞ্জয়-কারিশমাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি হলেও শেষদিকে সৌজন্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন দুজনেই।