সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঢাকা কলেজ

এইচএসসি-৯৬ ব্যাচের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল, সম্পাদক রাব্বি

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের এইচএসসি-৯৬ ব্যাচের এলামনাই অ্যাসোসিয়েশন ঈদ পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের স্টুডিও-২৩ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

প্রাক্তন ছাত্রদের সরব অংশগ্রহণে আয়োজনে প্রাণের ছোঁয়া লাগে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মো. এ এস এম ফরহাদ এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অলিউর রহমান নয়ন।

গত ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর থেকে একটি ৯ সদস্যের উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। এবারের পুনর্মিলনীতে উপদেষ্টা পরিষদের উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামাল হোসেন তালুকদার (জীবন) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ ফজলে রাব্বি।

উল্লেখ্য, মুহাম্মদ কামাল হোসেন তালুকদার বর্তমানে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, শাহ ফজলে রাব্বি একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সমাজসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।

পুনর্মিলনীতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মো. এ এস এম ফরহাদ, এফ এ মামুন, মো. মনিরুল হক ডাবলু, মো. আরিফুল ইসলাম এবং আবুল হাসনাত আমির ফয়সাল।

সকলের সম্মিলিত চেষ্টায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় মিলনমেলা এবং নতুন নেতৃত্বের হাত ধরে এলামনাই অ্যাসোসিয়েশনকে আরও সংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত