শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

১১ জনের মৃত্যুর পর শিরোপা উদযাপনের নিয়ম বেঁধে দিল বিসিসিআই

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতে সমর্থকদের নিয়ে উদযাপন করতে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে সেই শিরোপা উদযাপনের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলায় পদদলিত হয়ে মারা যান ১১ জন। এই ভয়াবহ ট্র্যাজেডির পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরু কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির মার্কেটিং প্রধান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ। শুরুতে বিসিসিআই এ ঘটনার দায় নিতে অস্বীকার করলেও পরে তারা তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি নিরাপত্তা নির্দেশিকা তৈরি ও বাস্তবায়ন করবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে শিরোপা উদ্‌যাপনের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম করতে যাচ্ছে বিসিসিআই। ইন্ডিয়া টুডেকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, ‘বোর্ড বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঝুঁকির দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।’ সেই নিয়মগুলো এক নজরে দেখে নিন:

* শিরোপা জয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যে কোনো উদ্‌যাপন করা যাবে না।

* বিশৃঙ্খলা এড়াতে হুটহাট ও তাড়াহুড়া করে কোনো আয়োজন নয়।

* বিসিসিআইয়ের পূর্বানুমতি ছাড়া কোনো ইভেন্ট আয়োজন করা যাবে না।

* বোর্ডের লিখিত অনুমোদন ছাড়া কোনো উদ্‌যাপন নয়।

* ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে।

* প্রতিটি ভেন্যু ও যাতায়াতপথে মাল্টিলেয়ার নিরাপত্তা টিম রাখতে হবে।

* দলের বিমানবন্দর থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত চলাচলের সময় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

* খেলোয়াড় ও স্টাফদের জন্য ইভেন্টজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

*জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

* সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক ছাড়পত্র ছাড়া কোনো আয়োজন করা যাবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত