রাজধানীর কামরাঙ্গীরচরে ধারাল অস্ত্রের আঘাতে রকি (৩১) নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার (২২ জুন) রাত ১২টার দিকে কামরাঙ্গীরচর মাতবর বাজার বেরিবাধ এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
স্বজন ও প্রতিবেশীরা জানান, রকির বাবার নাম আমান। বাসা কামরাঙ্গীরচর মাদবর বাজার এসহাক মেম্বার গলি। রকি পেশায় তেমন কিছুই করেন না। স্থানীয় একজনের সাথে কাটাকাটির এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে এলোপাথাতারি আঘাত করে তাকে। এতে গুরুতর আহত হন রকি। তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।