স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘মব জাস্টিস কখনো গ্রহণযোগ্য নয়। সাবেক সিইসি নূরুল হুদার বিরুদ্ধে যা ঘটেছে, যেমন গলায় এটা-সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে মান্য নয়। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তা আমাদের জানাতে হবে এবং সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে সাবেক সিইসির ওপর হামলা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
কৃষিজমি রক্ষার বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘কৃষিজমি সুরক্ষায় একটি নতুন আইন প্রণয়ন করা হবে, যাতে দখলদারিত্ব বন্ধ হয়। দেশের দেশি ফলের গাছ কমে যাচ্ছে, তাই সবাইকে সচেতন হয়ে দেশি ফলের চারা রোপণে উৎসাহিত হতে হবে।’
এ সময় তার সঙ্গে গাজীপুর জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান, মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় মৌচাক হর্টিকালচার সেন্টারে পৌঁছে পরিদর্শন শেষে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন এবং জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।