আওয়ামী লীগ সরকারের পক্ষে প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আর আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানী শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।