রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাজধানীর মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ 

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৪১ পিএম

রাজধানীর মশা নিয়ন্ত্রণে অবিলম্বে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ঢাকায় মশা নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা, ব্যর্থতার কারণে জীবনের জন্য হুমকি চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে ঢাকায় আক্রান্ত সব এলাকায় অবিলম্বে মশা নিয়ন্ত্রণে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকারসচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের (রিট মামলার বিবাদী) রুলের জবাব দিতে বলেছেন আদালত। 

মশা নিয়ন্ত্রণে কার্যকর ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সম্প্রতি এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর। মশার উপদ্রব এবং চিকনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে এ আবেদনটি করা হয়।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালেকুজ্জামান সাগর। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর দেশ রূপান্তরকে বলেন, ‘মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বাসা বাড়িসহ কোথাও স্বস্তি নেই। গত দুই বছরে ডেঙ্গুর যে প্রকোপ তা থেকে শিক্ষা নিয়ে যথাযথ পদক্ষেপ নিলে এই মহামারী থেকে সুরক্ষা পাওয়া যেত। কিন্তু সেটি হয়নি। মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চোখে পড়ার মত নয়। আদালত আমাদের বক্তব্য শুনে নির্দেশনা ও রুল দিয়েছেন।’

তিনি আরও বলেন, আদালত সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে। এছাড়া কেন মশা নিয়ন্ত্রণ করা যায়নি, এক্ষেত্রে কোনো গাফিলতি রয়েছে কি না, সেবিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত