বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

আমীর খসরু

আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি

আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:১১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নিশ্চিতভাবে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ ভাবেই এটা হচ্ছে।’

সোমবার (২৩ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম নেতাদের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। গণফোরামের পর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। 

গণফোরামের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমীর খসরু বলেন, ‘যতবার নির্বাচন হয়েছে, মনোনয়ন দাখিলের তারিখ, বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলোর একটা শিডিউল দেওয়া হয়। সেটা নির্বাচনের এতো আগে কোন সময় দেওয়া হয় না। এটা নির্বাচনের কাছাকাছি সময় দেওয়া হয়। সব নির্বাচনই কিন্তু একই অবস্থা।’

‘সুতরাং আমাদের অতটুকু অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবে ফেব্রুয়রির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি,’ বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

মবের বিরুদ্ধে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘মবের বিরুদ্ধে বিএনপির কঠিন অবস্থান। বিএনপি মবোক্রেসির বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশে সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবের সাথে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা। এটা বিএনপির কোনো সমস্যা না। দলের বিচার তারা নিজের পথ বেছে নেবে। এখানে কারো জন্য বিচার থাকবে, কারো জন্য থাকবে না। সেটা তো হবে না।

লিঁয়াজো কমিটির বৈঠকে গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, সভাপতি পরিষদের সদস্য অ্যাড. সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, সুরাইয়া বেগম, মুসতাক আহমেদ, সেলিম আকবার অংশ নেন। পরে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আমীর খসরু।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত