বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

হামলার নিন্দা ও ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাতারের

আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:৪৯ পিএম

আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে কাতার। এ হামলাকে ‘আগ্রাসন’ উল্লেখ আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। 

সোমবার (২৩ জুন) রাতে ইরানের মিসাইল নিক্ষেপের পর পরই এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি।

পোস্টে এই হামলার নিন্দা জানিয়ে কাতার সরকার বলেছে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পোস্টে মাজেদ আল আনসারি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে, এই নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার কাতারের রয়েছে।’

তিনি বলেন, কাতার এই অঞ্চলে উত্তেজনা সম্পর্কে সতর্ক। অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান আনসারি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত