চলমান হেডিংলি টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। আজ মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ১০ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান। এমন আবহেই শাস্তি পেতে হলো রিশাভ পান্তকে। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য তাকে তিরস্কার করেছে আইসিসি।
গত রবিবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। আম্পায়ার ক্রিস গ্যাফিনি সেই অনুরোধে কর্ণপাত করেননি। এরপর আরেক ফিল্ড আম্পায়ার পল রেইফেলের কাছে গিয়ে বল পরিবর্তনের অনুরোধ করেন পান্ত। তবে রেইফেল জানান, বল পরিবর্তনের সময় হয়নি। আম্পায়ারের এই সিদ্ধান্তের পর রাগে বল ছুড়ে মেরে তিনি উইকেটের পেছনে ফিরে যান পান্ত।
আইসিসি আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা লেভেল ১ কিংবা লেভেল ২ অপরাধ। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি তিরস্কার। এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তনের পাশাপাশি জোটে একটি ডিমেরিট পয়েন্ট। আর লেভেল ২ অপরাধে ম্যাচ ফির ৫০ থেকে ১০০ শতাংশ কেটে নেওয়া হয়। পাশাপাশি জোটে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডের নিষেধাজ্ঞা।
পান্তর ভাগ্য ভালো যে, তিরস্কৃত হয়েই এ যাত্রায় বেঁচে গেলেন। তবে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার্স সাপোর্ট পার্সোনেল’ আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করে পান্ত লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন। গত ২৪ মাসে এই প্রথম এমন ঘটনা ঘটালেন পান্ত। তিনি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।