খুলনায় পলাতক পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে নগরীর ইস্টার্ন গেট এলাকায় তাকে মারধর করা হয়।
এদিকে, সোনাডাঙ্গা থানায় কর্মরত এসআই সুকান্ত দাশ গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে এসআই সুকান্ত দাশ সিএনজিচালিত থ্রি-হুইলারে খুলনা থেকে ফুলতলার উদ্দেশে যাচ্ছিলেন। পথে থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে যাত্রী উঠানোর সময় ক্ষুব্ধ জনতা তাকে নামিয়ে মারধর শুরু করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের কাছে তুলে দেয়।
খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, নিরাপত্তার জন্য এসআই সুকান্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্টের আগে এসআই সুকান্ত নগরীর সোনাডাঙ্গা থানায় দায়িত্ব পালনকালে বিএনপিসহ তৎকালীন সরকারবিরোধী দলের নেতাকর্মীদের মারধর করেছেন। এ কারণে বিএনপিসহ ওই সব দলের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ ছিল।
এ কারণে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সোনাডাঙ্গা থানায় কর্মরত এসআই সুকান্ত দাশ আর চাকরিতে যোগদান করেননি। ওই দিন থেকেই তিনি পলাতক ছিলেন। এসআই সুকান্তের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সোনাডাঙ্গা থানায় কর্মরত এসআই সুকান্ত দাশ আর চাকরিতে যোগদান করেননি। ওই দিন থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে।