বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অতিরিক্ত মাদকসেবনে পর্নো তারকা কাইলির মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৫০ এএম

পর্নো চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ এবং নেটফ্লিক্সের রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী কাইলি পেজ মারা গেছেন। গত ২৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বাসা থেকে ২৮ বছর বয়সী এ তারকার লাশ উদ্ধার করে পুলিশ।

সংবাদমাধ্যম টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা মনে করছেন অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদক দ্রব্য পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাকে ২৫ জুন লস এঞ্জেলেসে তার বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্দার করা হয়। পুলিশ জানিয়েছে, 

জানা গেছে, ২৫ জুন হলিউডের বাড়িতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় কাইলি পাইলান্টের দেহ। তার এক বন্ধু উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন। কিন্তু দমকল বাহিনী ও পুলিশ পৌঁছোনোর আগেই মৃত্যু হয় কাইলির।

মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে না জানালেও তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রেজার্স-সহ একাধিক সংস্থা। ব্রেজার্স একটি বিবৃতিতে লিখেছে, ‘কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা।’

কাইলির জন্ম ও বেড়ে ওঠা ওকলাহোমার তুলসায়। তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রেজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাইলি নেটফ্লিক্সের তথ্যচিত্রেও অভিনয় করেছেন যেটি প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের তরুণদের জীবনকে ঘিরে তৈরি। সেখানে তাদের ব্যক্তিগত সংগ্রাম এবং মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত