তুরস্কে বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়ন জোরদার হওয়ায় শনিবার আরও তিনজন মেয়রকে আটক করেছে কর্তৃপক্ষ। একজন কৌঁসুলির বিবৃতি ও স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইস্তানবুল থেকে শুরু হওয়া এই আইনি অভিযান এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
ইস্তানবুলের প্রধান কৌঁসুলি জানান, দক্ষিণাঞ্চলের বড় দুই শহর আদানা ও আদিয়ামানের মেয়রদের চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। এ সময় আরও অন্তত আটজনকে আটক করা হয়েছে।
ব্রডকাস্টার এনটিভির খবরে বলা হয়, অ্যান্তালিয়া শহরের মেয়র এবং ইস্তানবুলের বুইয়ুকচেকমেজে জেলার ডেপুটি মেয়রকেও একই তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে। এই তদন্তে অক্টোবর ২০২৩ থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) শত শত সদস্যকে টার্গেট করা হয়েছে। এদের মধ্যে আগে থেকেই মেয়র ছিলেন ১১ জন।
তবে সিএইচপি এসব অভিযোগ অস্বীকার করেছে। দলটির দাবি, তদন্তটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু সরকার সেই অভিযোগ নাকচ করে দিয়েছে।
চলতি বছরের মার্চে ইস্তানবুলের মেয়র এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
ওই ঘটনার পর তুরস্কজুড়ে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দেয় এবং দেশটির শেয়ারবাজারে বড় ধ্বস নামে।