মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বড় রাজনৈতিক দল যা করতে পারেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্ররা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তাদের আত্মত্যাগ অনস্বীকার্য। তাদের স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে।
আজ শনিবার বিকেল ৫টায় সিরাজগঞ্জের শাহজাদপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বাথান এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ। এ ছাড়া বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী সমন্বয়ক জাকারিয়া জিহাদ, ফারজানা মিমি প্রমুখ।
প্রধান অতিথি ফরিদা আখতার আরও বলেন, বাংলাদেশের ডেইরি হাব খ্যাত গো-সম্পদ সমৃদ্ধ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গো-খামারিদের দুধের দাম বৃদ্ধি, চিকিৎসা ও সুলভে গো-খাদ্য ও ঘি-মাখনসহ দুগ্ধজাত পণ্য বাজারজাত করণে উদ্যোগী হতে হবে আমাদের সবার।
তিনি বলেন, শাহজাদপুরে উৎকৃষ্ট দুধ থেকে উন্নত মানের ঘি বিদেশে রপ্তানি করার জন্য সরকার প্রচেষ্টা চালাবে। এ সময় তিনি খামারিদের মাঝে দুগ্ধ ক্যানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। সমাবেশ শেষে তিনি নৌকাযোগে বাথান এলাকা এবং মিল্কভিটা পরিদর্শন করেন।