সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছাড়া শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাহেন্দ্র রাজাপাকসেকে স্বীকৃতি দিতে রাজি নন বলে জানিয়েছেন দেশটির স্পিকার কারু জয়সুরিয়া। খবর: আল জাজিরা।
প্রধানমন্ত্রিত্ব হারানো বিক্রামাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টি’র (ইউএনপি) এ স্পিকার সোমবার এক বিবৃতিতে বলেন, বেশিরভাগ সংসদ সদস্য এ পরিবর্তনকে অসাংবিধানিক এবং প্রথাবিরোধী বলে মনে করছেন।
তিনি বলেন, সংসদ সদস্যদের জানাতে হবে তারা পরিবর্তনের কোন পক্ষে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না দেওয়া পর্যন্ত এ পরিবর্তন মানা হবে না।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রানিল বিক্রামাসিংহকে সরিয়ে সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। এতে দেশটি সাংবিধানিক সংকটে পড়ে।