রাজধানীর পুরানা পল্টনে নতুন অফিস নিয়েছে সরকারবিরোধী প্রধান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঐক্যফ্রন্টের নতুন অফিস নেওয়া হয়েছে। নতুন অফিসের ঠিকানা: ৩৭/২, চতুর্থ তলা, পুরানা পল্টন।
এর আগে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হতো।
গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।