একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যর্থ হলে নির্বাচনও ব্যর্থ হবে বলে সতর্ক করেন তিনি।
সোমবার সকালে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসি বলেন, “বাংলাদেশে নির্বাচনের ধারাবাহিক কোনো প্রক্রিয়া নেই। তবে যে প্রক্রিয়াতে অনুষ্ঠিত হোক না কেন নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত ও প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না।”
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনানুগ প্রক্রিয়ায় দৃঢ় থাকবেন। মনে মনে শপথ গ্রহণ করুন- দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। আপনাদের দায়িত্বশীল আচরণই এক সোনালী অধ্যায় রচনা করবে।”
ইসি আরো বলেন, “সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রার্থী যেন নিশ্চিন্তে থাকতে পারে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই আস্থার পরিবেশ তৈরি করবেন।”
নির্বাচনী প্রক্রিয়ায় ১০-১২ লাখ কর্মকর্তা যুক্ত হবেন জানিয়ে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা জেনে নেওয়ার নির্দেশনা দেন মাহবুব। কর্মকর্তাদের শিথিলতা কমিশন বরদাস্ত করবে না বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক উপস্থিত ছিলেন।
১২ নভেম্বর ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।