মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইশতেহারে ‘নিখোঁজদের’ ফেরানোর প্রতিশ্রুতি চান স্বজনরা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের ইশতেহারে দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’ ব্যক্তিদের ফিরিয়ে আনার অঙ্গীকার রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।

এ বিষয়ে সোমবার গণমাধ্যমকর্মীদের কাছে এক ইমেইল বার্তা পাঠান বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মায়ের ডাক-এর উদ্যোগে ‘গুম হওয়ার ৫ বছর শেষ, আর অপেক্ষা কতদিন?’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য ও রাজনীতিকরা উপস্থিত থাকবেন।

সমাবেশে আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবুল মকসুদ, মাহফুজউল্লাহ, ড. শাহদীন মালিক, মুজাহিদুল ইসলাম সেলিম, কমরেড খালেকুজ্জামান, ড. আসিফ নজরুল, প্রফেসর ড. সি আর আবরার, জোনায়েদ সাকি, নূর খান লিটন, শিরিন হক, কমরেড সাইফুল হক, ফয়জুল হাকিম লালা, প্রফেসর আকমল ও অধ্যাপক সিরাজুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত