মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মেসি-রোনালদোর ব্যালন ডি’অর রাজত্বে মদ্রিচের হানা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪০ পিএম

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর এক দশকের রাজত্ব ভেঙে এবারের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়া মিডফিল্ডার লুকা মদ্রিচ।

প্যারিসে সোমবার সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এই পুরস্কারের বিজয়ী হিসেবে মদ্রিচের নাম ঘোষণা করা হয়। সাংবাদিকদের ভোটে রোনালদো ও অঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি নিজের করে নেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর দেওয়া এই পুরস্কার গত দশ বছর ধরে নিজেদের দখলে রেখেছিলেন মেসি-রোনালদো। এই সময়ে পাঁচবার করে এটি জিতেন তারা। এই দুই তারকার বাইরে সবশেষ ২০০৭ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক ফরোয়ার্ড কাকা।   

২০১৮ সালটা দারুণ কেটেছে মদ্রিচের। মে মাসে রিয়ালকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোয় গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

রাশিয়া বিশ্বকাপেও নজরকাড়া ছিল মদ্রিদের পারফরম্যান্স। ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার পেছনে বড় অবদান ছিল তার। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে দল ৪-২ গোলে হারলেও প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নেন তিনি।

গত অগাস্টে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডেও পুরস্কৃত হন মদ্রিচ। রোনালদো ও লিভারপুল তারকা মোহামেদ সালাহকে পেছনে ফেলে জিতে নেন বিশ্বের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। অগাস্টেই জিতেন উয়েফার মৌসুম সেরা খেলোয়াড়ের পুরস্কার।

এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে পঞ্চম হয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড মেসি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা আতলেতিকো মাদ্রিদের গ্রিজমান হয়েছেন তৃতীয়, পিএসজির কিলিয়ান এমবাপে চতুর্থ।

ফিফার বর্ষসেরা আর ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার শুরুতে আলাদাভাবে দেওয়া হতো। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছয় বছর পুরস্কার দুটি একীভূত করে দেওয়া হয় ‘ফিফা ব্যালন ডি’অর’ পুরস্কার নামে । ২০১৬ সালে আবার আলাদা করে দেওয়া হয় পুরস্কার দুটি।

 

এবারের ব্যালন ডিঅরে শীর্ষ ১০ খেলোয়াড়

০১. লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়া)

০২. ক্রিস্তিয়ানো রোনালদো (ইউভেন্তুস ও পর্তুগাল)

০৩. অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্স)

০৪. কিলিয়ান এমবাপে (পিএসজি ও ফ্রান্স)

০৫. লিওনেল মেসি (বার্সেলোনা ও আর্জেন্টিনা)

০৬. মোহামেদ সালাহ (লিভারপুল ও মিশর)

০৭. রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম)

০৮. এদেন হ্যাজার্ড (চেলসি ও বেলজিয়াম)

০৯. কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি ও বেলজিয়াম)

১০. হ্যারি কেইন (টটেনহ্যাম ও ইংল্যান্ড)

 

সবশেষ ১০ বারের ব্যালন ডি’অর জয়ীরা

২০০৮: ক্রিস্তিয়ানো রোনালদো

২০০৯: লিওনেল মেসি

২০১০: লিওনেল মেসি

২০১১: লিওনেল মেসি

২০১২: লিওনেল মেসি

২০১৩: ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৪: ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৫: লিওনেল মেসি

২০১৬: ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৭: ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৮: লুকা মদ্রিচ

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত