মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চায়ের দোকানদার যাতে ঔদ্ধত্যের জবাব না দেন: বজলুল হারুন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:০২ এএম

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরকে উদ্দেশ করে আওয়ামী লীগ প্রার্থী বজলুল হক হারুন বলেছেন, এমন আচরণ করবেন না যাতে একজন চায়ের দোকানদার সেই ঔদ্ধত্যের জবাব দিয়ে বসেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রার্থী বুধবার সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজাহান ওমরের উদ্দেশে বজলুল হারুন বলেন, “এমন কোনো আচরণ করবেন না যে, একজন চায়ের দোকানদার আপনার ঔদ্ধত্যের জবাব দেন। ১০ বছর রাজাপুর-কাঠালিয়ায় অভূতপূর্ব উন্নয়ন করেছি। মানুষ প্রতিদান হিসেবে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।”

এসময় তিনি বলেন, “আওয়ামী লীগ ভাঙার দল না, এই দলটি ঐক্যবদ্ধ রয়েছে। এ দলটি কেউ ভাঙতে পারবে না। বিশ্বের যত প্রভাবশালী প্রধানমন্ত্রী আছেন, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম।”

ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, “আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিজয় মঞ্চ হবে। আর ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সেই মঞ্চেই আমরা বিজয় অনুষ্ঠান করব, ইনশা আল্লাহ।”

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, তাই তার একজন কর্মী হয়ে তার আদর্শে আপনাদের খেদমত করব, ইনশা আল্লাহ।

তৃণমূলের বড় একটি অংশের বিরোধিতা সত্ত্বেও দলের মনোনয়ন পাওয়া বজলুল হারুন বলেন, মনোনয়ন অনেকেই চেয়েছিলেন। নেত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, নির্বাচনের স্বার্থে দলের পক্ষে এক হয়ে কাজ করতে হবে।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, শুক্তাগড় ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত