সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এক সপ্তাহে ৫০০ কোটি রুপি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৪:১৩ পিএম

পরিচালক শঙ্করের প্রত্যাশা ছুঁয়েছে রজনীকান্ত অভিনীত সাই-ফাই সিনেমা ‘২.০’। মুক্তির এক সপ্তাহে বাজার থেকে তুলে নিয়েছে ৫০০ কোটি রুপি। সেই ঝড় সহসাই থামছে না- এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

কইমই ডটকমের প্রতিবেদনে জানা যায়, শুধু ভারতই নয় আন্তর্জাতিক বাজারে জমিয়ে চলছে সিনেমাটির তামিল, তেলুগু ও হিন্দি সংস্করণ। এক সপ্তাহের মধ্যে ৫০০ কোটি রুপি আয়কে ধরা হচ্ছে রজনীকান্ত ও অক্ষয় কুমারের ক্যারিয়ারের নতুন মাইলফলক।

অবশ্য প্রথম দিনের আয়ে ‘বাহুবলি টু : দ্য কনক্লুশন’ থেকে পিছিয়ে থাকায় অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন ব্যবসার অঙ্ক নিয়ে। অচিরেই সে চিত্র পাল্টাতে শুরু করে। যতদিন যাচ্ছে ‘২.০’ এর ঝুলি নতুন রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছে।

সিনেমাটির হিন্দি সংস্করণের পরিবেশক করণ জোহর বৃহস্পতিবার টুইটারে জানান, ইতিহাস তৈরি হতে যাচ্ছে। বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি সংগ্রহ করে মেগা ব্লকবাস্টারের দিকে যাচ্ছে ‘২.০’।

২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পায়। প্রধান চরিত্রগুলোর অভিনয়, ভিজ্যুয়াল ইফেক্টস ও সামাজিক বক্তব্য নির্ভর কাহিনী দর্শকদের আকর্ষণ করছে।

প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশন্স সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাসে চীনের ৫৬ হাজার পর্দা মুক্তি পাবে ‘২.০’। এর মধ্যে ৪৭ হাজার পর্দায় দেখা যাবে থ্রিডি ফর্মেটে। ধারণা করা হচ্ছে, সেখানেও ভারতীয় সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়বে।

২০১০ সালে মুক্তি পাওয়া তামিল ‘এন্ধিরান’-এর সিক্যুয়াল ‘২.০’। ওই সিনেমাটির হিন্দি সংস্করণের টাইটেল ছিল ‘রোবট’। প্রথম কিস্তিতে রজনীকান্তের বিপরীতে ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনয় করলেও নতুনটিতে আছেন এমি জ্যাকসন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত