রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর জনসভার মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী প্রচার শুরু করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, ইতোমধ্যে জনসভার অনুমতি চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা এ জনসভায় উপস্থিত থাকবেন।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী গ্রেফতারের মহোৎসব চলছে অভিযোগ করে রিজভী জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ ও মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।