মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কক্সবাজারে রিসোর্টে তরুণীর ঝুলন্ত মৃতদেহ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ এএম

কক্সবাজারের একটি রিসোর্ট থেকে মরিয়ম আকতার (২৫) নামের এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের ক্লাসিক সি রিসোর্ট’র ৬০৪নং কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম খাতুন চট্টগ্রাম সিডিএ মার্কেট নয়াপাড়ার ফিরোজশাহ পাহাড়তলী এলাকার বদিউল আলমের মেয়ে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, “ওই রিসোর্টে তরুণীর ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মৃতদেহটি উদ্ধার করা হয়।”

তিনি জানান, হোটেল রেজিস্ট্রার খাতায় তরুণীর নাম লেখা ছিল মালা (২৫)। তবে তার ভ্যানিটি ব্যাগে পাওয়া বায়োডাটার মাধ্যমে আসল পরিচয় নিশ্চিত হওয়া যায়।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনার বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত