বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের অভিনন্দন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:৩০ এএম

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। রোববার এক চিঠিতে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবেচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার।  তা ছাড়া যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বাস রয়েছে।  ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ওতোপ্রোতভাবে জড়িত।

বাংলাদেশ ও দেশটির মানুষের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্ব দিয়ে দেখে উল্লেখ করে মিলার আরও বলেন, 'সুতরাং আমি আপনার সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে সামনের দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।  আশা করি, আমার কোনো সহযোগিতার দরকার হলে আমাকে ডাকতে কখনও ইতস্তত বোধ করবেন না।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত