রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শিবগঞ্জে তৃণমূলের নেতৃত্বের পক্ষে সংবাদ সম্মেলন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ না করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। তারা শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অসাংগঠনিক তৎপরতারও অভিযোগ তোলেন। শহরের একটি রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল। এতে বলা হয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটি, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকের সমন্বয়ে বর্ধিত সভা করে প্রার্থী নির্ধারণের নির্দেশনা থাকলেও কোনোই সভা আহ্বান করা হয়নি।

এদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একক প্রার্থী নির্ধারণের জন্য বসেছিলাম। কিন্তু ঐকমত্যে পৌঁছানো যায়নি। শেষ মুহূর্তে আমরা (সভাপতি ও সাধারণ সম্পাদক) তিনজনের নামের তালিকা জেলা কমিটির কাছে পাঠিয়েছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত