যশোরে ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায় চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। স্থানীয় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে বিকেল ৫টায় শোকসভায় সভাপতিত্ব করেন কাজী আবদুস শহীদ লাল। আলোচনা করেন তারাপদ দাস, অধ্যাপক নার্গিস বেগম, ইকবাল কবির জাহিদ, হাবিবা শেফা, আবুল হোসেন, মবিনুল ইসলাম মবিন, মুস্তাক হোসেন শিম্বা প্রমুখ।
বক্তারা বলেন, জমিদারপুত্র হয়েও বিমল রায় চৌধুরী আমৃত্যু যশোরের সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন। ১৯৪৯ সালে তিনি যেমন তেভাগা আন্দোলনের অগ্রভাগে ছিলেন, তেমনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যশোরে তার ছিল সক্রিয় ভূমিকা। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন সংগঠকের ভূমিকায়।
জ্যেষ্ঠ নাগরিকরা স্মৃতিচারণে আরও বলেন, সমাজকর্মী হিসেবে তিনি গড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির। অসাম্প্রদায়িক চেতনার এ মানুষটির জীবনাচার ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ হতে পারে।