শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

অযত্নে মারা গেল কুমিল্লা চিড়িয়াখানার মা হরিণ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪০ পিএম

অযত্ন-অবহেলায় মারা গেল কুমিল্লা চিড়িয়াখানার মা হরিণ। শূন্য খাঁচায় কয়েক দিন আগে আনা হয়েছিল তিনটি হরিণ। এর মধ্যে গর্ভ অবস্থায় ছিল একটি হরিণ।

চিড়িয়াখানার ইজারাদার মো. আনিসুর রহমান জানায়, বাচ্চার জন্মের পর মা হরিণটি তার বাচ্চা নিয়ে বসেছিল। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মা হরিণ। চেষ্টা করলেও উঠে দাঁড়াতে পারছিল না। চট্টগ্রাম থেকে গাড়িতে করে আনার সময় আঘাত পাওয়ার কারণে হরিণটি অসুস্থ হয়ে পড়ে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মা হরিণ মারা যাওয়ায় হরিণ শাবকদের জন্য দৈনিক ৫০০ গ্রাম করে গরুর দুধের ব্যবস্থা করা হয়েছে। এগুলো তাদের ফিটারে করে খাওয়ানো হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত