সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের পর গর্ভপাত!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৫ পিএম

জয়পুরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর গর্ভপাত করানোর অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। সদর উপজেলার এ ঘটনায় ওই নারীর বাবা আব্দুল জলিল জয়পুরহাট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার ধারকি-ঘোনাপাড়ার নাসির উদ্দিনের বাড়িতে ৩০ বছর বয়সী ওই নারী তিন বছর ধরে ঝিয়ের কাজ করে আসছিলেন।

গত বছরের ২০ মে দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিনের বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজের মেয়েকে নাসির উদ্দিন তার শোবার ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তাকে নাসির উদ্দিনের পরিবারের লোকজন কৌশলে গত ৩০ জানুয়ারি সকালের দিকে অটোরিকশায় করে জয়পুরহাট শহরের একটি ক্লিনিকে নিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষা করান। ওই দিনই জামালগঞ্জ এলাকার অজ্ঞাত এক বাড়িতে নিয়ে গিয়ে রাত ৮টার দিকে ওই নারীর গর্ভপাত ঘটায়। এরপর কিছু ওষুধপত্র কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।

বাড়িতে আসার পর ওই নারীর শারীরিক অবস্থা দেখে পরিবারের ও আশপাশের লোকজন তার গর্ভপাতের বিষয়টি জানতে পারে।

শনিবার (২ জানুয়ারি) জয়পুরহাট থানায় নাসির উদ্দিনসহ ৪ জনকে আসামি করে ওই নারীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। ওই নারীর মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত