ভোলার লালমোহনে হরিণের মাথা, চামড়া ও ১৫ কেজি মাংসসহ সামছুদ্দিন (৩২) ও শরীফ (১৭) নামে দুই শিকারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুুলিশ জানায়, হরিণের মাংস পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গল সিকদার এলাকায় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মহাসিনের দোকান নামক স্থানে বস্তাভর্তি মাংস এবং মাথা-চামড়াসহ দুই শিকারিকে হাতেনাতে আটক করা হয়। গতকাল রবিবার তাদের লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ বলেন, বনাঞ্চলে বিশুদ্ধ পানির অভাবে হরিণ লোকালয়ের কাছাকাছি এলে শিকারিরা ফাঁদ পেতে এদের শিকার করে। তবে চোরাশিকারিদের অপতৎপরতা রোধে পুলিশ সব সময় নিয়োজিত রয়েছে।