সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বিজিবি-বিএসএসফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বুধবার বিজিবি ও বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি’র ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুসফিকুর রহমান মাসুদ। বিএসএফ’র পক্ষে ২৩ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ’র মালদা সেক্টরের ডিআইজি শ্রী সঞ্চয় গৌড়।

বৈঠক শেষে বিজিবির পক্ষ থেকে দেওয়া এক ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মাসুদ জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ সীমান্তে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়। এতে সম্প্রীতি রক্ষা ও সীমান্তের বিভিন্ন সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে উভয় পক্ষ একমত হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত