মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ইয়াবার মামলায় পুলিশের উপপরিদর্শক সাইফুদ্দিন কারাগারে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২ পিএম

চট্টগ্রাম বাকলিয়া থানার এক উপপরিদর্শকের বাসা থেকে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের ঘটনায় বরখাস্ত খন্দকার সাইফুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার চট্টগ্রাম মহানগর আদালতের হাকিম সরোয়ার জাহানের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন।

তিনি জানান ‘সাইফুদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল তখন অসুস্থতাবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে সে সেখান থেকে পালিয়ে যায়। উপপরিদর্শক সাইফ ছয় মাস পলাতক ছিল।’

উল্লেখ্য ২০১৮ সালের ৩০ জুলাই রাতে র‌্যাব অভিযান চালিয়ে বাকলিয়া থানার উপপরিদর্শক খন্দকার সাইফুদ্দিনের তুলাতলী এলাকার ভাড়া বাসায়। সেখানে ১৪ হাজার ১০০ পিচ ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ৩টি ট্যাব, লাগেজ , পুলিশের ইউনিফর্ম হাতকড়া উদ্ধার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত