বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইন্দোনেশিয়ায় গুদামঘরে বন্দী ১৯৩ বাংলাদেশি উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯ এএম

ইন্দোনেশিয়ায় দোকানের গুদামঘরে বন্দী অবস্থা থেকে ১৯৩ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ।

মানবপাচারকারীরা তাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায় বলে রয়টার্সকে জানান দেশটির এক ইমিগ্রেশন কর্মকর্তা।

উত্তর সুমাত্রার ইমিগ্রেশন প্রধান ফেরি মোনাং সিহিতে বলেন, কাজের সন্ধানে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি এসব লোককে টুরিস্ট ভিসার মাধ্যমে বালি এবং ইয়ুজ্ঞাকার্তা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, “তারা আসলে মানবপাচারকারীদের খপ্পরে পড়েছিল এবং তাদেরকে এখানে আটকে রাখা হয়েছিল।”

মঙ্গলবার রাতে উত্তর সুমাত্রার একটি গুদামঘর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। তাদেরকে একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সিহিতে জানান।

উদ্ধারকৃতদের মধ্যে একজন ৩৯ বছর বয়সী মাহবুব স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, “তিন মাস ধরে কয়েকটা দলকে মানবপাচারকারীরা এখানে আটক করে রাখে।”

তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় যাওয়া। আমরা বাংলাদেশ থেকে প্রথমে বালিতে আসি। এরপর চার দিনের বাস ট্যুরে এখানে নিয়ে আসা হয়।”

গত কয়েক মাসে বাংলাদেশে আশ্রিত এবং মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের নৌকায় চড়ে মালয়েশিয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। একাধিক নৌকা সুমাত্রায় নোঙর করে। এরমধ্যে তাদেরকে আটকের ঘটনাও ঘটেছে।

তবে সিহিতে রয়টার্সকে বলেন, “গুদামঘর থেকে আটক এসব মানুষ রোহিঙ্গা নয়।”

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত